Model Question,IX,Geography, 3rd Summative

মগজাস্ত্র (মনে রেখো)

১)সৌরজগতের বৃহত্তম গ্রহ- বৃহস্পতি 

২)সৌরজগতের বৃহত্তম উপগ্রহ –গ্যানিমিড 

৩)উৎকৃষ্ট লৌহ আকরিক -ম্যাগনেটাইট 

৪)উৎকৃষ্ট কয়লা –   -অ্যানথ্রাসাইট  

৫)ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র -লাম্বা

৬)ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র -সিদ্রাপং

৭)ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র -তারাপুর

৮)একজন সম্পদ বিশারদের নাম -জিমারম্যান 

৯)সাদা কয়লা বলা হয় -জলবিদ্যুৎ 

১০)কালো হীরে বলা হয় -কয়লাকে

১১)তরল সোনা বলে – খনিজতেলকে

১২)অদ্বিতীয় সম্পদ হলো -ক্রায়োলাইট

১৩)বিদ্যালয় একটি -সামাজিক সম্পদ

১৪)পরিবেশ বান্ধব শক্তি – জলবিদ্যুৎ, সৌর বিদ্যুৎ 

১৫)ভারতের বৃহত্তম তৈল শোধনাগার -কয়ালি/জামনগর

১৬)ভারতের প্রাচীনতম তৈলখনি -ডিগবয়

১৭)দক্ষিণ ভারতের লিগনাইট খনি অঞ্চল -নেভেলি 

১৮)ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল-ঝরিয়া

১৯)পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি _নিরক্ষীয় অঞ্চলে 

২০)পৃথিবীর নিরক্ষীয় ব্যাস -_১২৭৫৭ কিমি

২১)পৃথিবীর মেরু ব্যাস- ১২৭১৪ কিমি

২২)পৃথিবীর পরিধি – ৪০০০০ কিমি

২৪)পৃথিবীর গড় ব্যাসার্ধ -৬৪০০ কিমি

২৪)সৌর দিন অপেক্ষা নাক্ষত্র দিন -৩ মিনিট ৫৬ সেকেন্ড ছোট 

২৫)পৃথিবীর কক্ষপথটি দেখতে – উপবৃত্তাকার বা ডিম্বাকার 

২৬)পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য -৯৬ কোটি কিলোমিটার 

২৭)জলবিষুব বলা হয় বা শারদ বিষুব –২৩শে সেপ্টেম্বর 

২৮)মহাবিষুব বলা হয় বা বসন্তকালীন বিষুব  –২১ শে মার্চ 

২৯)কর্কট সংক্রান্তি  বা উত্তর অয়নান্ত দিবস  -২১ শে জুন 

৩০)মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস -২২ শে ডিসেম্বর 

৩১)নিশীথ সূর্যের দেশ -নরওয়ে (হ্যামাফেস্ট বন্দর) 

৩২)পৃথিবীর গড় আবর্তন গতিবেগ -৮৩৮ কিমি /ঘন্টা 

৩৩)আবর্তন গতিবেগ সবচেয়ে কম -উভয় মেরু অঞ্চলে 

৩৪)সারা বছর দিন রাত্রি সমান -নিরক্ষীয় অঞ্চল 

৩৫)ঋতু পরিবর্তন হয় না -নিরক্ষীয়  অঞ্চল ও উভয় মেরু অঞ্চল 

৩৬)উত্তর মেরুজ্যোতি – অরোরা বোরিয়ালিস 

৩৭)দক্ষিণ মেরুজ্যোতি -অরোরা অস্ট্রালিস 

৩৮)লিপ ইয়ার এর সময়সীমা -৩৬৬ দিন

৩৯)বার্ষিক গতির সময়সীমা -৩৬৫ দিন ৫ঘন্টা 

৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘন্টা 

৪০)বৃহত্তম গ্রহ -বৃহস্পতি

৪১)ক্ষুদ্রতম গ্রহ -বুধ

৪২)বেডফোরড পরীক্ষা করা হয় -১৮৭০ সালে

৪৩)নীলগ্রহ- পৃথিবী

৪৪)লালগ্রহ -মঙ্গল

৪৫)যমজ গ্রহ-   শুক্র 

৪৬)সবুজগ্রহ-ইউরেনাস

৪৭)বলয়গ্রহ-শনি

৪৮)রাক্ষুসে গ্রহ- বৃহস্পতি

৪৯) ONGC=  Oil   and   Natural Gas   Corporation

৫০) OIL =Oil India Limited

৫১) NTPC=National Thermal power Coporation

৫২)ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র -মুম্বাই  হাই

৫৩) ONGCএর সদর দপ্তর- দেরাদুন

৫৪)পৃথিবীর অভিগত গোলক সৃষ্টির কারণ -অভিকর্ষ বল

৫৫) একটা শতবর্ষের অধিবর্ষ -১২০০

Model Question

Kustar(Kustaur) High School ( H.S) ,Purulia                        

   3rd Summative Evaluation 2024

3 hrs 15 mnts: Geography, Class-IX ,F.M 90

                                                                   বিভাগ-ক

১) সঠিক উত্তরটি নির্বাচন  করঃ           ১×১৪=১৪

(১.১.)সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম –

(ক) বুধ  (খ) বৃহস্পতি 

(গ) শুক্র   (ঘ) শনি

(১.২) উত্তর অয়নান্ত দিবস হल-

(ক) ২২ শে ডিসেম্বর (খ) ২১ শে জুন

(গ) ২১ শে মার্চ(ঘ) ২৩ শে সেপ্টেম্বর

১.৩ নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত-

(ক) অস্ট্রেলিয়া (খ) নরওয়ে(গ) ফিনল্যান্ড (ঘ) গ্রিনল্যান্ড

১.৪ প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়ঃ-

(ক) ১৫ মিনিট (খ) ৪ সেকেন্ড

(গ) ৪ মিনিট (ঘ) ৩০ মিনিট

(১.৫) সবচেয়ে বড়  শিল্ড দেখা যায়

:(ক) আফ্রিকা মহাদেশে (খ)  উত্তর আমেরিকা

(গ) এশিয়া মহাদেশে   (ঘ) কোনোটাই নয়।

(১.৬) যান্ত্রিক আবহবিকার বেশী কার্যকরী:-

কে) মরু অঞ্চলে(খ) নিরক্ষীয় অঞ্চলে

(গ) ভূ-মধ্যসাগরীয় অঞ্চলে(ঘ) কোনোটাই নয়।

(১.৭) মোনাডনক দেখা যায়-

(ক) পেডিমেন্টে (খ) সমপ্রায় ভূমিতে

(গ) ব-দ্বীপ সমভূমিতে (ঘ) লোয়েস ভূমিতে

(১.৮) নিরক্ষরেখা নিজেই একটি-(ক) অক্ষরেখা  (খ) দ্রাঘিমারেখা

(গ) মূলমধ্যরেখা (ঘ) কোনোটাই নয়

(১.৯ )ভারত মহাসাগরে যে ঘূর্ণীঝড় সৃষ্টি হয় তার নাম:-

(ক) টাইফুন (খ) হ্যারিকেন(গ) সাইক্লোন (ঘ) উইলি উইলি

১-১০ ত্রাসের  নদী  নামে খ্যাত-(ক) মহানন্দা(খ) তিস্তা

(গ) জলঢাকা(ঘ) জলঙ্গী

সবচেয়ে  উৎকৃষ্ট লৌহ- আকরিক হলঃ-

(ক) ম্যাগনেটাইট(খ) (হেমাটাইট

(গ) লিমোনাইট(ঘ) সিডেরাইট

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের  নাম-

(ক) ফালুট(খ) গোর্গাবুরু

(গ) সান্দাকফু(ঘ) কোনোটাই নয়।

১.১৩  কলকাতা বন্দরের সহায়ক বন্দরের নাম

(ক) পারাদ্বীপ(খ) বিশাখাপত্তনম

(গ) হলদিয়া (ঘ) কোনোটাই নয়

১.১৪ স্কেলের ভিত্তিতে মানচিত্র

(ক) দুই প্রকার(ঘ) তিনপ্রকার

(গ) চার প্রকার(ঘ) পাঁচ প্রকার

                              বিভাগ-খ

(২)নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও।

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ 

হলে পাশে’অ’ লেখো (যে-কোনো ৬টি)      ১×৬=৬                                                                              

২.১-১  পৃথিবীর কক্ষপথটি দেখতে উপবৃত্তাকার।

২.১.২  পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা পূর্ব মেদিনীপুর। 

২.১.২  ২০০৮, ২০১২, ২০১৬ হল অধিবর্ষ।

২.১.৩  অন্তর্জাতিক তারিখরেখাটি বাঁকা।

২.১.৪ কয়লাকে কালো হীরা বলে।

২.১.৫ পশ্চিমবঙ্গ আয়তনে ভারতে একাদশতম অঙ্গরাজ্য। 

২.১.৬ নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর।

(যেকোনো ৬টি)।    ১x৬=৬ 

২.২.১ ‘জিয়োড’ শব্দের অর্থ…………………………..।

২.২.২…………………………দিন-হ্রাসবৃদ্ধি হয় .।

২.২.৩ কোলকাতার অক্ষাংশ ………………………….

২.২.৪ …………………….জাতীয় শিলায়   শল্কমোচন বেশি দেখা যায়।

২.২.৫ একটি আধা প্রাকৃতিক দুর্যোগ হল-………………………….।

২.২.৬ ভারতের অধিকাংশ কয়লা ——————-জাতীয়.

২.২.৬……………………………সোনালি তন্তু নামে পরিচিত ।

২.২.৭ পশ্চিমবঙ্গের ………………………জেলায়.শান্তিনিকেতন অবস্থিত।

[২.৩]  একটি বা দুটি শব্দে উত্তর দাও (৬টি)                                                    ১x৬=৬ 

২.৩.১  দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে

অক্ষাংশ নির্ণয় করা হয়?

২.৩.২ আবহবিকার কি ধরনের  প্রক্রিয়া ?

২.৩.৩ ডুয়ার্স শব্দের অর্থ কী?

২.৩.৪ বিড়ি তৈরিতে কোন পাতা ব্যবহৃত হয়?

২.৩.৫ R-F কথাটির অর্থ কি?

২.৩.৬ পশ্চিমবঙ্গের কোথায “রয়‍্যাল বেঙ্গল

টাইগার দেখা যায়?

২.৩.৭ ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি?

২.৪ বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল কর:         ১×৪=৪

বাম স্তম্ভ ডান স্তম্ভ 
৩.২ দাবানলভারতের রূঢ় 
৩.৩ লাম্বাহিমালয় পর্বতমালা 
৩.৪ ভঙ্গিল পর্বত বায়ু বিদ্যুৎ কেন্দ্র 
৩.৫ দুর্গাপুর বনভূমির আগুন 

                                                          বিভাগ-গ

(৩) নীচের প্রশ্নগুলির উত্তর দাও                       ২×৬=১২

৩.১ রবিমার্গ কাকে বলে? অথবা মেরুজ্যোতি  কাকে বলে ?

৩-২ দ্রাঘিমা কাকে বলে? অথবা জৈব আবহবিকার কাকে বলে?

७.७ গ্রস্ত উপত্যকা কি? অথবা ডেকানট্র্যাপ কাকে বলে?

৩.৪ ভূমিকম্প কাকে বলে? অথবা সুনামি কি?

৩.৫সম্পদ কাকে বলে? অথবা অদ্বিতীয় সম্পদ কি?

৩.৬ শহর কাকে বলে? অথবা মানচিত্র কাকে বলে?

                                                              বিভাগ -ঘ

(৪) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।         ৩x৪=১২

৪-১ আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লিখ।

 অথবা বামনগ্রহ ও কুলিন গ্রহের পার্থক্য লিখ।

৪.২ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লিখ। অথবা 

  সঞ্চয়জাত  ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লিখ।

৪.৩ দুর্যোগ ও বিপর্যযের পার্থক্য লিখ। অথবা বর্জ্য  ব্যবস্থাপনার

 পূর্ব পর্যায়গুলি আলোচনা কর।

8.8 বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশসূচক স্কেলের পার্থক্য লিখ।

                                                               বিভাগ-ঙ

(৫) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।                                                                     

(৫.১) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।      ৫x২=১০

৫-১-১ পৃথিবীতে কিভাবে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে আলোচনা কর।

৫-১-২. মালভূমির শ্রেণিবিভাগ করে  যে কোনো দুই প্রকার

মালভূমির বৈশিষ্ট্য লিখ।

৫.১.৩ কোলকাতায় যখন সন্ধ্যা ৬ টা তখন নিউইয়র্কের

স্থানীয় সময় কত? কোলকাতার দ্রাঘিমা ৮৮°৩০’ পূর্ব, 

নিউইয়র্কের দ্রাঘিমা – ৭৪° পশ্চিম

৫-১.৪ যান্ত্রিক আবহবিকারের চারটি পদ্ধতি আলোচনা কর।

(৫.২.) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।       ৫x২=১০

৫-২-১ ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের শ্রেণি- বিভাগ করে

যে কানো একটি ভাগের বর্ণনা দাও।

৫.২.২ পশ্চিমবঙ্গের নদনদীর শ্রেণিবিভাগ করে দু-প্রকারের বৈশিষ্ট্য লিখ।

৫.২.৩ পশ্চিমবঙ্গে লৌহ-ইস্পাত শিল্প বিকাশ লাভ করেছে কেন।

৫.২.৪  জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশ আলোচনা কর ।

                                                            বিভাগ-চ

(৬) প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে  নিম্নলিখিত 

স্থানগুলি উপযুক্ত প্রতীক-চিহ্নসহ দেখাও                 X১০=১০

৬.১ তিস্তা নদী ৬.২আম উৎপাদক অঞ্চল  ৬.৩ সান্দাকফু

৬.৪ সুন্দরবন ৬.৫ কর্কটক্রান্তিরেখা ৬.৬ আসানসোল   শিল্পাঞ্চল

৬.৭ফারাক্কা ব্যারেজ ৬.৮ দীঘা ৬.৯-তারাপীঠ   ৬.১০ হলদিয়া বন্দর 

                                      Sujit Dey         

Leave a Comment