ভূগোল সাজেশন/একাদশ/ সেমেস্টার-২
Geography Suggession, XI,2nd Semester-2025
Part-A প্রাকৃতিক ভূগোল- মোট নাম্বার -15
(a)যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান -৫
(১)সমস্থিতি সম্পর্কে এইরি অথবা প্র্যাটের তত্ত্বটি আলোচনা কর ।
(২)মৃত্তিকা পরিলেখের চিত্রসহ বর্ণনা দাও ।
(৩)বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা কর ।
(৪) জলচক্রের নিয়ন্ত্রকগুলি আলোচনা কর ।
(৫) ত্রিকোশ তত্ত্বটি আলোচনা কর ।
(৬) বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ লিখ।
(৭) মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ কর।
(৮) যে কোনো তিন প্রকার চ্যুতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
(৯) আবহবিকার দ্বারা গঠিত পাঁচটি ভূমিরূপ এর বর্ণনা দাও।
(১০) ভূ-পৃষ্ঠ জলচক্রের বিভিন্ন পর্যায়গুলি লেখ।
১২)মৃত্তিকা সৃষ্টির দুটি পদ্ধতি আলোচনা কর।
(b)যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান -৩
(১)প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের তিনটি পার্থক্য লিখ ।
(২) যে কোনো দুই প্রকার চ্যুতি সম্পর্কে লিখ।
(৩)যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার তিনটি পার্থক্য লিখ।
৪) নদী অববাহিকার তিনটি গুরুত্ব লিখ ।
৫) অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য লেখ ।
৫)মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতি ও আদি শিলার প্রভাব লিখ।
৬)পৃথিবীতে জলের উৎস উল্লেখ কর।
৭)ভাঁজ সৃষ্টির তিনটি কারণ লেখ।
৮)নদী অববাহিকার গুরুত্ব লেখো।
৯)জেট বায়ু তিনটি বৈশিষ্ট্য লেখ ।
১০)আরোহন ও অবরোহনের পার্থক্য লেখ
১১) পৃথিবীর তাপ বলয়ের বিবরণ দাও।
১২) ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গের পার্থক্য লিখ।
১২)পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লিখ
১৩)মৃত্তিকা সংরক্ষণে তিনটি উপায় লিখ।
১৪)মৃত্তিকা সৃষ্টিতে জলাবায়ু ও সময়ের প্রভাব লেখ।
১৫)এইরি ও প্র্যাটের তত্ত্বের পার্থক্য লিখ।
১৬)আয়নবায়ু ও প্রত্যায়ন বায়ুর পার্থক্য লিখ ।
(১৭)পৃথিবীর তাপ বলয়ের বর্ণনা দাও ।
(c)যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : প্রশ্নের মান -২
(১)সমস্থিতি কাকে বলে?
(২)জলচক্র কাকে বলে?
(৩)জেট বায়ু বলতে কি বোঝো?
(৪)ত্রিকোশ তত্ত্ব কি?
৫)ওয়াকার সঞ্চালন কাকে বলে?
৬)স্থানীয় বায়ু বলতে কি বুঝ?
৭) আয়াম কাকে বলে?
৮)রিকাম্বেট ভাঁজ কি?
৯) ITCZ কি?
১০)ইনসোলেশন কাকে বলে?
১১)বৈপরীত্য উত্তাপ কাকে বলে?
১২)ল্যাপস রেট কি?
১৩)প্রতিবিধান তল কাকে বলে?
১৪)কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে?
১৫) মৃত্তিকার পিএইচমান বলতে কী বোঝো?
১৬)অনুস্রাবণ কাকে বলে?
১৭)বারিমন্ডল কাকে বলে?
১৮)ফিশার জল কি?
১৯)অশ্ব অক্ষাংশ কাকে বলে?
২০)ইন্ডেক্স সাইকেল কি?
Part- B (মানবীয় ভূগোল) -মোট নাম্বার -12
(a)যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: প্রশ্নের মান -৩
(১)কোয়ার্টারনারী ও কুইনারি কার্যাবলীর তিনটি পার্থক্য লিখ।
(২)কানাডা কাগজ শিল্প উন্নত কেন?
(৩)পানামা ও সুয়েজ খালের তিনটি পার্থক্য লিখ।
(৪)বাণিজ্যিক মৎস্য চাষের তিনটি অনুকূল পরিবেশ লেখ।
(৫)পরিবহনের তিনটি গুরুত্ব লিখ।
(৬)শিপিং লেন ও শিপিং লাইন এর পার্থক্য লিখ ।
(৭)তৃতীয় শ্রেণীর কার্যাবলী তিনটি বৈশিষ্ট্য লিখ।
(৮)অন্তবাণিজ্য বাণিজ্য বহিবাণিজ্য পার্থক্য লিখ ।
(৯)জাপান লোহা ইস্পাত শিল্পে উন্নত কেন?
(১০)চীন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন?
১১)আমেরিকার যুক্তরাষ্ট্রের তিনটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লিখ।
১২)ইন্দোনেশিয়া মৎস্য শিল্পে উন্নত কেন?
১৩) পিলেজিক ও ডেমারসাল মাছের পার্থক্য লিখ
১৪)পেট্রো রাসায়নিক শিল্পের গুরুত্ব লিখ ।
১৫)ইন্টারনেটের দুটি সুবিধা দুটি অসুবিধা লিখ ।
১৬)রেলপথ ও সড়কপথ ও জলপথের তুলনা কর ।.
১৮) তথ্য শিল্প কাকে বলে ?
(b)যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ প্রশ্নের মান -২
(১)অনুসারী শিল্প কাকে বলে?
(২)পরিসেবা বলতে কি বোঝ?
(৩)লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি কি?
(৪)দ্রব্য সূচক কাকে বলে?
(৫)পরামর্শদাতা কাদের বলে?
(৬)উদীয়মান শিল্প কাকে বলে ?
(৭)সহযোগী শিল্প বলতে কি বুঝ ।
(৮)মেধা প্রবাহ কাকে বলে ?
(৯)থিংক ট্যাংক কারা?
১০)পর্যটন কাকে বলে?
১১)বাণিজ্য কাকে বলে?
১২)OPEC কী?
১৩)GATT চুক্তি কাকে বলে?
১৪)আইসোডোপেন কি?
১৫)ব্রেক অফ্ বাল্ব পয়েন্ট কি ?
১৬) পরিবহনের দোলক নীতি কাকে বলে ?
১৭) ই-মেল এর দুটি সুবিধা লিখ ।
১৮) শিল্পের শিল্প কাকে বলে এবং কেন ?
১৯) বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাচামাল কাকে বলে ?
২০.)ইকো ট্যুরিজম কী?
২১)ICT ব লতে কি বোঝো?
Part-C( ভারতের ভূগোল) -মোট নাম্বার -08
(a)যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ প্রশ্নের মান -৩
(১)ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ।
(২)ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে
যে কোনো একটি বিভাগের বৈশিষ্ট্য লেখ।
(৪)দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখ।
(৪)বন সংরক্ষণের গুরুত্ব লেখ ।
৫)ভারতের জলবায়ুকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র করে কেন
৬)ভারতের করমন্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কেন?
৭)দুর্যোগও বিপর্যয় মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা লিখ।
৮)ভারতের খরার তিনটি কারণ লেখ।
৯)পশ্চিমবঙ্গের তিনটি দুর্যোগের নাম লেখ।
১০)ভারতের ম্যানগ্রোভ বনভূমির বৈশিষ্ট্য লিখ ।
১১)ভারতে বন ধ্বংসের কারণ লেখ।
১২)ভারতীয় জলবায়ুর তিনটি নিয়ন্ত্রক লিখ
১৩)ভারতের জলবায়ুতে এল নিনোর প্রভাব লেখ।
১৪)ভারতের অরণ্য ব্যবস্থাপনার কর্মসূচি ও নীতি লিখো
(b)যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ প্রশ্নের মান -২
১)মৌসুমী বিস্ফোরণ কাকে বলে?
২)সামাজিক বনসৃজন কি?
৩)পশ্চিমী ঝঞ্জা কাকে বলে ?
৪)ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ ।
৫)ভারতের দুটি পর্ণমোচী উদ্ভিদের নাম লেখ।
৬)ভারতের উষ্ণতম শীতলতম স্থানের নাম লেখ।
৭)ভারতীয় বর্ষার দুটি বৈশিষ্ট্য লিখ।
৮) MONEX কী?
৯)ভারতের বন সংক্রান্ত দুটি আন্দোলনের নাম লিখ।
১০)ENSO কী?
১১)IMD এর পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায়?
১২)মৌসুমী বায়ুর ছেদ কাকে বলে?
১৩)ভারতের কোথায় সবচেয়ে বেশি ও সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
১৪)ভারতের কোন রাজ্যে বনভূমি সবচেয়ে বেশি ও কোন রাজ্যে বনভূমি সবচেয়ে কম আছে?