ভারতের ভূ-প্রকৃতি (Relief of India) MCQ
● সঠিক উত্তরটি নির্বাচন কর-প্রতিটির মান -১
(১) ভূ-প্রকৃতি অনুসারে ভারতকে ভাগ করা যায়:-
(ক) 4 টি ভাগে
(খ) 5টি ভাগে
(গ) 7টি ভাগে
(ঘ) ৪ টি ভাগে
উত্তর -ঘ) ৪ টি ভাগে
(২) ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম–
(ক) দোদাবেতা
(খ) মাউন্ট এভারেস্ট
(গ) আনা মালাই
(ঘ) গডউইন অস্টিন
উত্তর-(ঘ) গডউইন অস্টিন
(৩) হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শিখর
(ক) মাউন্ট এভারেস্ট
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) গুরুশিখর
(ঘ) মহেন্দ্রগিরি
উত্তর- (খ) কাঞ্চনজঙ্ঘা
(৪) ‘লা’- শব্দের অর্থ-
ক) গিরিপথ
(খ) ঝর্ণা
(গ) গিরিখাত
(ঘ) কোনোটাই নয়
উত্তর(ক) গিরিপথ
(5) ভারতের উচ্চতম হ্রদের নাম-
(ক) লোকটাক
(খ) প্যাংগং
(গ) ডাল
(ঘ) উলার
উত্তর-(খ) প্যাংগং
(৬) কারেওয়া দেখা যায় যে রাজ্যে-
ক) জম্মু ও কাশ্মীর
(খ) রাজস্থান
(গ) হিমাচল প্রদেশে
ঘ) হরিয়ানা
উত্তর-ক) জম্মু ও কাশ্মীর
(৭) ভারতের সর্বোচ্চ মালভূমি-
(ক) মেঘালয়
(খ) দাক্ষিণাত্য
(গ) লাডাক
(ঘ) ছোটোনাগপুর
উত্তর-(গ) লাডাক
(৮) হিমালয়ের উচ্চতম শ্রেণি-
(ক) শিবালিক
(খ) হিমাদ্রি
(গ) হিমাচল
(ঘ) টেথিস
উত্তর-(খ) হিমাদ্রি
(৯) হিমালয় পর্বতমালা হল-
(ক) প্রাচীন ভঙ্গিল পর্বতমালা
(খ) নবীন ভঙ্গিল পর্বতমালা
(গ) স্তূপ পর্বত
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(খ) নবীন ভঙ্গিল পর্বতমালা
(১০) ভারতের একটি প্রাচীন ভঙ্গিল হল-
(ক) হিমালয়
(খ) আরাবল্লী
(গ) সাতপুরা
(ঘ) বিন্ধ্য
উত্তর-(খ) আরাবল্লী
(১১) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
(ক) কালসুবাই
(খ) দোদাবেতা
(গ) গুরুশিখর
(ঘ) অগস্ত্য কূটম
উত্তর-(খ) দোদাবেতা
(১২) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) কালসুবাই
(খ) ধবলগিরি
(গ) গুরু শিখর
(ঘ) নন্দাদেবী
উত্তর-(গ) গুরু শিখর
(১৩) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) দাফাবুম
(খ) ধূপগড়
(গ) দোলিগুট্টা
(ঘ) কোনোটাই নয়
উত্তর- (খ) ধূপগড়
(১৪) পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) কাল সুবাই
(খ) জিন্দাগাডা
(গ) অগস্ত্য কুটম
(ঘ) দোদাবেতা
উত্তর- (খ) জিন্দাগাডা
(১৫) পূর্বঘাট পর্বতমালার অপর নাম-
(ক) সহ্যাদ্রি
(খ) মলয়াদ্রি
(গ) ভুর
(ঘ) দুন
উত্তর- (খ) মলয়াদ্রি
(১৬) পশ্চিমঘাট পবতমালার অপর নাম-
(ক) মলয়াদ্রি
(খ) সহ্যাদ্রি
(গ) কয়াল
(ঘ) কোনোটাই নয়।
উত্তর- (খ) সহ্যাদ্রি
(১৭) পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) জিন্দাগাডা
(খ) আর্মাকোন্ডা
(গ) মহেন্দ্রগিরি
(ঘ) ভাভুলমালা
উত্তর- (ঘ) ভাভুলমালা
(১৮) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) আনাইমুদি
(খ) দোদাবেতা
(গ) আর্মাকোন্ডা
(ঘ) মহেন্দ্রগিরি
উত্তর-(ক) আনাইমুদি
(১৯) মেঘালয় “মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) পাঁচ পাহাড়ি
(খ) শিলং
(গ) ধূপগড়
(ঘ) স্যাডল পিক
উত্তর-(খ) শিলং
২০) ভারতের বৃহত্তম সমভূমি হল-
(ক) ব্রহ্মপুত্র সমভূমি
(খ) গাঙ্গেয় সমভূমি
(গ) ব্রহ্মপুত্র সমভূমি
(ঘ) কোনোটাই নয়।
উত্তর-(খ) গাঙ্গেয় সমভূমি
(২১) তিনদিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলে-
ক) দ্বীপ
(খ) উপদ্বীপ
(গ) কয়াল
(ঘ) কোনোটাই নয়।
উত্তর-(খ) উপদ্বীপ
২২) তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জল ভাগকে বলে-
(ক) দ্বীপ
(খ) উপদ্বীপ
(গ) উপসাগর
(ঘ) উপহ্রদ
উত্তর-(গ) উপসাগর
(২৩) ‘মালনাদ’ কথার অর্থ হল-
(ক) মৃতের দেশ
(খ) পাহাড়ি দেশ
(গ) মরুভূমির দেশ
(ঘ) কোনোটাই নয়.
উত্তর-(খ) পাহাড়ি দেশ
(২৪) ‘ময়দান’ কথাটির অথ হল-
(ক) তরঙ্গায়িত উচ্চভূমি
(খ) সমভূমি
(গ) পাহাড়ি অঞ্চল
(ঘ) ঢালু জমি
উত্তর- (ক) তরঙ্গায়িত উচ্চভূমি
(২৫) ‘কচ্ছ’ শব্দের অর্থ-
(ক) নিচুভূমি
(খ) জলাভূমি
(গ) কর্দমাক্ত ভূমি
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(খ) জলাভূমি
(২৬) কাশ্মীর উপত্যকার ‘কারেওয়া’ যে ফসল চাষের জন্য বিখ্যাত-
(ক) আমরোট
(খ) জাফরান
(গ) আঙুর
(ঘ) আপেল
উত্তর-(খ) জাফরান
২৭) ভারতের বৃহত্তম দুন হল
(ক) দেরাদুন
(খ) কয়াল
(গ) তাল
(ঘ) কাংড়া
উত্তর-(ক) দেরাদুন
(২৮) হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে যে সাগর থেকে-
ক) টেথিস সাগর
(খ) কাস্পিয়ান সাগর
(গ) আজভ সাগর
(ঘ) ভূ-মধ্যসাগর
উত্তর-ক) টেথিস সাগর
(২৯) মেঘালয় মালভূমি হল একটি-
(ক) সমপ্রায় ভূমি
(খ) ব্যবচ্ছিন্ন মালভূমি
(গ)পর্বতবেষ্টিত মালভূমি
(ঘ) লাভা মালভূমি
উত্তর-(খ) ব্যবচ্ছিন্ন মালভূমি
৩০) ‘মরুস্থলী’ শব্দের অর্থ-
(ক) পাহাড়ের দেশ
(খ) মৃতের দেশ
(গ) বালুকণার দেশ
(ঘ) কাঁকরময় দেশ
উত্তর- (খ) মৃতের দেশ
(৩১) পূর্বাচলের উচ্চতম শৃঙ্গের নাম-
(ক) দাফাবুম
(খ) নামচাবারোয়া
(গ) শিলং
(ঘ)কোনোটাই নয়
উত্তর-(ক) দাফাবুম
(৩২) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ-
(ক) অষ্টমুদি
(খ) চিল্কা
(গ) ভেমবানাদ
(ঘ) পুলিকট
উত্তর- (খ) চিল্কা
(৩৩) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে-
(ক) থেরিস
(খ) কয়াল
(গ) তাল
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(খ) কয়াল
(৩৪) হিমালয় কথার অর্থ-
(ক) বরফের দেশ
(খ) বরফের গুহা
(গ) বরফের গৃহ
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(গ) বরফের গৃহ
(৩৫) পৃথিবীর উচতম গিরিপথ-
(ক) জোজিল
(খ) বাণিহাল
(গ) কারাকোরাম
(ঘ) নাথুলা
উত্তর-(ঘ) নাথুলা
(৩৬) শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে-
ক) তাল
(খ) রান
(গ) দুন
(ঘ) গিরিখাত
উত্তর-(গ) দুন
(৩৭) বসুধার ধবল শীর্ষ নামে খ্যাত-
(ক) পিরপাঞ্জাল
(খ) কারাকোরাম
(গ) শিবালিক
(ঘ) হিমাদ্রি
উত্তর- (খ) কারাকোরাম
৩৮) সাতপুরা একটি-
(ক) আগ্নেয় পর্বত
(খ) ক্ষয়জাত পর্বত
(গ) স্তূপ পর্বত
ঘ) কোনোটাই নয়
উত্তর-(গ) স্তূপ পর্বত
(৩৯) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
(ক) ফালুট
(খ) স্যাডলপিক
(গ) দাফাবুম
(ঘ) কোনটাই নয়
উত্তর-(খ) স্যাডলপিক
(৪০) ভারতের দীঘতম হিমবাহের নাম-
(ক) গঙ্গোত্রী
(খ) সিয়াচেন
(গ) হিসপার
(ঘ) কোনোটাই নয়
উত্তর- (খ) সিয়াচেন
(৪১) রাজস্থানের প্রস্তরময় মরুভূমি যে নামে পরিচিত-
(ক) রোহি
(খ) বাগার
(গ) হামাদা
(ঘ)বালিয়াড়ি
উত্তর-(গ) হামাদা
(৪২) ডেকানট্র্যাপের ঢাল হল-
(ক) পূর্বদিকে
(খ) পশ্চিমদিকে
(গ) উত্তরদিকে
(ঘ) দক্ষিণদিকে
উত্তর-(ক) পূর্বদিকে
(৪৩) ভারতের দক্ষিণতম পর্বত হল-
(ক) কারডামম
(খ) আনাইমালাই
(গ) পালনি
(ঘ) নীলগিরি
উত্তর-(ক) কারডামম
(৪৪) ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম-
(ক) বিহারীনাথ
(খ) শুশুনিয়া
(গ) রাজমহল
(ঘ) পরেশনাথ
উত্তর- (ঘ) পরেশনাথ
(৪৫) মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে বলে-
(ক) থোরিস
(খ) টেরিস
(গ) ধ্রিয়ান
(ঘ) বারখান
উত্তর-(ক) থোরিস
(৪৬) কর্ণাটক মালভূমির উত্তর-পূর্বদিকের অনুচ্চ মালভূমিকে বলা হয়-
(ক) মালনাদ
(খ) ময়দান
(গ) ডেকানট্রাপ
(ঘ) বেট
উত্তর- (খ) ময়দান
(৪৭) মর অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ হল-
(ক) লোকটাক
(খ) সম্বর
(গ) ডাল
ঘ) উলার
উত্তর- (খ) সম্বর
(8৮) প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়-
(ক) ভাঙ্গর
(খ) ভাবর
(গ) খাদার
(ঘ) ধায়া
উত্তর-(ক) ভাঙ্গর
(৪৯) নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়-
ক) খাদার
(খ) ভাঙ্গর
(গ) বেট
(ঘ) ভাবর
উত্তর-ক) খাদার
(৫০) ব্যারেন দ্বীপ হল-
(ক) প্রবাল দ্বীপ
(খ) আগ্নেয় দ্বীপ
(গ) সক্রিয় আগ্নেয়গিরি
(ঘ) সুপ্ত আগ্নেয়গিরি
উত্তর-(খ) আগ্নেয় দ্বীপ
(৫১) ভারতের পূর্ব উপকূলের উপকূলগুলির নাম হল:
(ক) কোঙ্কন, উত্তর সরকার
(খ) মালাবার, করমণ্ডল
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(গ) উত্তর সরকার, করমণ্ডল
(৫২) ভারতের যে উপকূলটি বেশি ভগ্ন সেটির নাম-
(ক) করমন্ডল
(খ) মালাবার
(গ) কোঙ্কন
(ঘ) উত্তর সরকার
উত্তর-(গ) কোঙ্কন
৫৩) কচ্ছের রান অঞ্চলে অবস্থিত দ্বীপটির নাম-
(ক) মেসা
(খ) রহ
(গ) পাচ্চাম
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(গ) পাচ্চাম
(৫৪) ভারতের একটি প্রবাল দ্বীপের নাম-
(ক) আন্দামান
(খ) লাক্ষা দ্বীপ
(গ) নিউমূর
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(খ) লাক্ষা দ্বীপ
(৫৫) পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত –
(ক) জোজিলা গিরিপথ
(খ) বানিহাল গিরিপথ
(গ)ভোরঘাট গিরিপথ
(ঘ) নাথুলা গিরিপথ
উত্তর-(গ)ভোরঘাট গিরিপথ
(৫৬) গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) দাফাবুম
(খ) শিলং
(গ) নকরেক
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(গ) নকরেক
(৫৭) পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণ অংশের নাম-
(ক) উত্তর সরকার উপকূল
(খ) মালাবার উপকূল
(গ) করমন্ডল উপকূল
(ঘ) মহারাষ্ট্রের উপকূল
উত্তর-(খ) মালাবার উপকূল
(৫৮) অরুনাচল হিমালয়ে অবস্থিত-
(ক) নাঙ্গা শৃঙ্গ
(খ) ধবলগিরি
(গ) নামচাবারোয়া
(ঘ) কোনোটাই নয়
উত্তর-(গ) নামচাবারোয়া
(৫৯) নাসিকের কাছে যে গিরিপথ আছে তা হল-
(ক) জোজিলা
(খ) থলঘাট
(গ) ভোরঘাট
(ঘ) জোজিলা
উত্তর-(খ) থলঘাট