H.S Geography SAQ WBCHSE

উচ্চমাধ্যমিক ভূগোল..

 H.S Geography SAQ

১) PH- শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর/- সুইডেনের রসায়নবিদ সোরেনসেন ।

২) ISRO-র পুরা নাম কি ?

উত্তর – Indian Space Research Organisation

৩) ISRO-র মুখ্য সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর – কর্ণাটকের ব্যাঙ্গালুরু

৪) শস্য সমন্বয় শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তর – জে সি উইভার

৫) সোলাম কি ?

উত্তর – মৃত্তিকার A ও B স্তরকে একত্রে সোলাম বলে ।

৬) ওজোন হোলের সন্ধান প্রথম কে পান ?

উত্তর – জে.সি ফারমেন

৭) ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক কি ?

উত্তর – ডবসন

৮) WTO-এর পুরা নাম কি ?

উত্তর – World Trade Organisation

৯) CFC গ্যাসের বাণিজ্যিক নাম কি ?

উত্তর- ফ্রেয়ন ।

১০) WTO এর সদর দপ্তর কোথায় ?

উত্তর- সুইজারল্যান্ডের জেনেভায় )

১১) নীল বিপ্লবের সঙ্গে কোন বস্তু যুক্ত ?

উত্তর- মৎস্য চাষ ।

১২) ব্রাজিলের স্থানীয় কৃষিকে কি বলে ?

উত্তর-রোকা।

১৩) শ্রীলঙ্কার স্থানীয় কৃষিকে কি বলে ?

উত্তর-চেনাং

১৪) শেঁকড় আলগা শিল্প কাকে বলে ?

উত্তর- কার্পাস শিল্পকে ।

১৫) বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা কত ?

উত্তর- 56 টি

১৬) বর্তমানে ভারতের জনঘনত্ব কত ?

উত্তর- ২০১১ আদমসুমারি অনুসারে ৩৮২জন প্রতি

 কিলোমিটারে ।

১৭) ক্ষুদ্রগ্রাম কি নামে পরিচিত ?

উত্তর- হামলেট বা হ্যামলেট ।

১৮) পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি কারখানা 

কোথায় আছে ?

উত্তর- আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট

১৯) ভারতের ডেট্রয়েট কাকে বলে ?

উত্তর-চেন্নাইকে

২০) Think Tank কারা ?

উত্তর-নীতি নির্ধারক,পরামর্শদাতা,বিজ্ঞানী,

 গবেষক প্রভৃতি

২১) পৃথিবীর দীর্ঘতম খালপথের নাম কি ?

উত্তর-সুয়েজ খালপথ

২২) কোন. খাল দ্বারা প্রশান্ত ও আটলান্টিক 

মহাসাগর যুক্ত ?

উত্তর- পানামা খাল দ্বারা

২৩) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরন্যের নাম কি ?

উত্তর-সুন্দরবন

২৪) ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি ?

উত্তর – ছত্তিশগড়ের ভিলাই ।

২৫) কোন পথ সোনালি চতুর্ভুজের সঙ্গে যুক্ত ?

উত্তর-সড়কপথ

২৬)সোনালি চতুর্ভুজের সঙ্গে যুক্ত মহানগরগুলি কি কি ?

উত্তর- দিল্লি,কোলকাতা,চেন্নাই,মুম্বাই

২৭) কোন পথ হীরক চতুর্ভুজের সঙ্গে যুক্ত ?

উত্তর – রেলপথ

২৮) পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি ?

উত্তর- লন্ডনের হিথরো বিমানবন্দর

২৯) পেনিপ্লেন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর- W.M. Davis

৩০) পেনিপ্লেনে অবস্থিত অনুচ্চ পাহাড়গুলি কি নামে পরিচিত ?

উত্তর- মোনাডনক

৩১) পেডিপ্লেনে অবস্থিত অনুচ্চ পাহাড়গুলি কি নামে পরিচিত ?

উত্তর- ইনসেলবার্জ

৩২) ITCZ -এর পুরা না কি ?

উত্তর – Inter Tropical Convergence Zone

৩৩) উইলি উইলি কোথায় দেখা যায় ?

উত্তর – উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ায়

৩৪) ভারতে কত সালে বিমান পরিষেবা শুরু হয় ?

উত্তর – ১৯১১ সালে

৩৫) ভারতের বৃহত্তম মহানগরের নাম কি ?

উত্তর – মুম্বাই

৩৬) পৃথিবীর বৃহত্তম মহানগরের নাম কি ?

উত্তর -জাপানের টোকিও

৩৭) ভারতের কোন রাজ্যে জনঘনত্ব বেশি ?

উত্তর – বিহার

৩৮) পৃথিবীর কোন দেশে জনঘনত্ব বেশি ?

উত্তর- বাংলাদেশে

৩৯) পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?

উত্তর- নিউনিয়র্ক ।

৪০) কোন্ পথকে উন্নয়নের জীবনরেখা বলে ?

উত্তর – জলপথকে ।

৪১1) ATM-এর পুরা নাম কি ?

উত্তর- Automated Tellor Machine.

৪২) কোন্ শিল্পকে বর্তমান সভ্যতার ধারক 

ও বাহক বলে ?

উত্তর- কাগজ শিল্পকে

83) GATT -এর পুরা নাম কি ?

উত্তর- General Agreement on Tarifs and Trade

৪৪) ভারতের প্রথম কোথায় কাগজ শিল্প গড়ে ওঠে ?

উত্তর- পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে (১৮৪০ সালে)

৪৫) নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে কোন্ দেশ প্রথম ?

উত্তর- কানাডা

৪৬) PTI-এর পুরা নাম কি ?

উত্তর- Press Trust of India

৪৭) SMS এর পুরা নাম কি ?

উত্তর- Short Messaging Service.

৪৮) PIN এর পুরা নাম কি ?

উত্তর- Postal Index Number.

৪৯) কোন্ খাল দ্বারা উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন ?

উত্তর – পানামা খাল দ্বারা ।

৫০) কোন্ খাল দ্বারা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর যুক্ত

উত্তর- পানামা খাল দ্বারা ।

৫১) টেলিফোনের আবিষ্কর্তা কে ?

উত্তর -গ্রাহাম বেল

৫২) গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে কি বলে ?

উত্তর- স্ট্যালাকটাইট 

৫৩)গুহার মেঝেতে অবস্থিত চুনাপাথরের স্তম্ভকে কি বলে ?

উত্তর -স্ট্যালাগমাইট

৫৪) ভারতের দীর্ঘতম সড়কপথের নাম কি ?

উত্তর- NH-7(বারানসী থেকে কন্যাকুমারিকা) / NH-44 (উত্তর-দক্ষিণ করিডোর)

৫৫)কোন খাল দ্বারা লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর যুক্ত?

উত্তর – সুয়েজখাল দ্বারা

৫৬) পৃথিবীর ব্যস্ততম জলপথের নাম কি ?

উত্তর -উত্তর অটলান্টিক জলপথ

৫৭ ) OPECএর পুরা নাম কি ?

উত্তর – Organisation of Petrolium Exporting Countries

৫৮) SAARC এর পুরা নাম কি ?

 উত্তর ::South Asian Association for Regional co-operation

৫৯) OPECএর সদর দপ্তর কোথায় ?

উত্তর – অস্ট্রিয়ার রাজধানি ভিয়েনা ।

৬০) SAARC এর সদর দপ্তর কোথায় ?

উত্তর -নেপালের রাজধানি কাঠমান্ডু

৬১) GIS-এর পুরা নাম কি ?

উত্তর – Geographical Information System

৬২)-রাশিয়ার ম্যাঞ্চেস্টার কাকে বলে ?

উত্তর -ইভানোভা

৬৩) পৃথিবীর কাগজের রাজধানী কাকে বলে ?

উত্তর -থ্রি-রিভারস (কানাডা)

৬৪) পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানাটির নাম কি ?

উত্তর -কর্ণার বুক (কানাডা)

৬৫) কোন্ জাতীয় উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় ?

উত্তর – ম্যানগ্রোভ উদ্ভিদে ।

৬৬) কাকে ভারতের সিলিকন ভ্যালি বলে ?

উত্তর -ব্যাঙ্গালুরু

৬৭) কোন্ অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলে ?

উত্তর – নিরক্ষীয় অঞ্চলের আমাজন নদী অববাহিকা

68)ক্ষয়চক্রের কোন পর্যায়ে মোনাডনক সৃষ্টি হয়?

উত্তর–বার্ধক্য পর্যায়ে 

69)পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি ?

উত্তর–ন্যাপথা 

70)কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস ?

উত্তর–5 ই জুন 

71)ওজোন গ্যাসের আবিষ্কর্তা কে ?

উত্তর–স্কনবি 

72)একটি অভয়ারণ্যের নাম লেখ 

উত্তর–গরুমারা জলদাপাড়া 

73)একটি জৈবিক দুর্যোগের নাম  দুর্যোগের নাম লেখ 

উত্তর–ইউট্রোফিকেশন 

74)Four o’clock  rainfall কোন অঞ্চলে দেখা যায় ?

উত্তর–নিরক্ষীয় অঞ্চলে 

75) কাকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলে ?

উত্তর–উইলমিংটন আমেরিকা যুক্তরাষ্ট্র 

76)কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে ?

উত্তর–পেট্রো রাসায়নিক শিল্প 

77)BSNL পুরো নাম কি ?

উত্তর–ভারত সঞ্চার নিগম 

BHARAT SANCHAR NIGAM

78)নেক্রপলিস এর উদাহরণ দাও .

উত্তর–ব্যাবিলন হরপ্পা 

79)পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি ?

উত্তর–ট্রান্স সাইবেরিয়ান রেলপথ 

80)সিরোজেম কোন অঞ্চলের মাটি ?

উত্তর–মরু অঞ্চলের মাটি

 সঠিক উত্তরটি বেছে নাও

(1) গ্রেড  শব্দটি প্রথম ব্যবহার করেন।

(a) জি কে গিলবার্ট

(b) penck

(c) আর্থার হোমস 

(d)W.m Davis

 উত্তর::(a) জি কে গিলবার্ট

(ii) পাদসমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন-

  1.  ডেভিস 
  2.  Penck
  3.  জে টি হ্যাক 
  4. এল সি কিং

উত্তর::এল সি কিং

(iii) সমুদ্রপৃষ্ঠ থেকে  উত্থিত প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলে- 

(a) স্পিট

 (b) প্রতিবন্ধক দ্বীপ 

(c) অ্যাটল

(d) টম্বোলো

উত্তর::(c) অ্যাটল

(iv) পাললিক শিল্পা গঠিত হওয়ার সময় কখনো-কখনো জল তার মধ্যে আবদ্ধ থেকে যায়। এই ধরনের জলকে বলা হয়-

(a) উৎস্যন্দ জল    (b) সহজাত জল

 (c) মহাসাগরীয় জল (d) আবহিক জল

উত্তর: (b) সহজাত জল

(v) শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদীনকশা বা জলনির্গম প্রণালীটি হল– 

(a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী 

(b) সমান্তরাল জলনির্গমপ্রণালী 

(c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী 

(d) জাফরিরূপী জলনির্গম প্রণালী

উত্তর:(b) সমান্তরাল জলনির্গমপ্রণালী 

(vi) একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল-

 (a) খরা

 (b) সুনামি

 (c) ভোপাল গ্যাস দুর্ঘটনা 

(d)   কোনোটাই নয়

উত্তর:(c) ভোপাল গ্যাস দুর্ঘটনা 

(vii) ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়াবিশিষ্ট অংশকে বলে 

(a) ঘূর্ণি  (b) চক্ষু 

(c) শীর্ষ (d) কুণ্ডলী বলয়

উত্তর:(b) চক্ষু 

(vii) জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদশ্রেণিকে বলে – 

(a) হাইড্রোফাইট

 (b)মেসোফাইট

(c) হ্যালোফাইট

 (d) জেরোফাইট

উত্তর::(a) হাইড্রোফাইট

(ix) মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায়

(a) নিরক্ষীয় জলবায়ু 

(b) ভূমধ্যসাগরীয় জলবায়ু 

(c) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু 

(d) ক্রান্তীয় সাভানা জলবায়ু

উত্তর:(b) ভূমধ্যসাগরীয় জলবায়ু 

(x) নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায়- 

(a) ভার্টিসল     (b) মলিসল 

(c) অক্সিসল   (d) জেলিসল

উত্তর:(a)(b) মলিসল

(xi) পূর্ব চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত 

(a) টাইফুন

(b) হ্যারিকেন 

(c) উইলি-উইলি 

(d) টর্নেডো

উত্তর:(a) টাইফুন

ReplyForward

Leave a Comment