Geography MCQ /11/1st sem

Geography MCQ /11/1st sem

(1) Geography শব্দটি  প্রথম ব্যবহার করেন  কে?

 (a)   টলেমি                  ( b) এরাটোস্থেনিস

 (c)   কোপারনিকাস         (d) প্লেটো

(2)পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদের প্রবক্তা কে?

 (a)  জিন্স এন্ড জেফরিজ  ( b) কান্ট

 (c) ওয়াইসেকার             ( d) প্লেটো

(3)সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?

(a)   প্রক্সিমা সেন্টরাই  ( b) ক্যাসিওপিয়া 

(c) গ্যালাক্সি                (d)কোনোটাই নয়

(4) পৃথিবীর গড় ব্যাসার্ধ……. …

 a)  ১২৭৫৭ কিলোমিটার )(b) ১২৭১৪ কিলোমিটার

(c)  ৬৪০০ কিলোমিটার  ( d) ৬২১৪কিমি

(5) ক্রোফেসিমার নিম্ন স্তরকে বলে- 

(a) সিয়াল         ( b)সাইমা 

(c) নিফেসিমা   (d)কেন্দ্রমন্ডল  

6.বিবৃতি (A)ভূ- অভ্যন্তরের  স্তর বিন্যাস জানতে হলে সিসমোলজির সাহায্য নিতে হয় । 

 কারণ (R)- ভু-অভ্যন্তর খুড়ে জানা সম্ভব নয়  ।

(a)A ও R দুটিই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা। 

(b)A ও R দুটিই সঠিক কিন্তু, R,  A এর সঠিক ব্যাখ্যা নয়।

(c)A হলো সঠিক, কিন্তু R সঠিক নয়।

(d) A হলো মিথ্যা, কিন্তু R হলো সঠিক

(7)(i)হিমালয়ের পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা 

(ii)অগ্নুৎপাত এক প্রকার অন্তর্জাত প্রক্রিয়া  ।

(iii) বহির্জাত প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয় ।

(iv) রিখটার স্কেলে সর্বোচ্চ মাত্রা ১০

বিকল্পসমূহ 

(a)(i),(ii), iv সত্য  এবং (iii), মিথ্যা 

(b) (i),(iii), সত্য  এবং (ii),(iv) মিথ্যা 

(c)(i),(iv), সত্য  এবং (ii),(iii) মিথ্যা 

(d)(ii),(iii), সত্য  এবং (i),(iv) মিথ্যা 

(8) উপর থেকে নিচে সাজিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত কর –

(i)কনরাড বিযুক্তি রেখা (ii)গুটেনবার্গ বিযুক্তি রেখা

(iii)মোহো বিযুক্তি রেখা (iv) র‍্যাপিটি বিযুক্তি রেখা

 (a)i,ii,iii,iv,(b)i,iii,ii,iv,

(c)i,iv,iii,ii,(d)কোনোটাই নয়

(9)——— ভূ-মধ্যসাগরের আলোক স্তম্ভ নামে পরিচিত ।

a) মৌনালোয়া.(b)স্ট্রোম্বলীয়.

(c) পোপো      (d)ভিসুভিয়াস

10)জলন্ত ভস্ম ও পাইরোক্লাস্ট ঢালাই লোহার মতো দৃঢ়ভাবে কঠিন হয়ে যে আগ্নেয় পদার্থ সৃষ্টি হয় তাকে ——- বলে ।

(a) ক্যালডেরা (b)আগ্নেয় তুফ্‌ 

(c) ইগনিম্ববাইট (d) টেফ্রা

(11)নিচের ছবিটি লক্ষ্য কর এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করঃ

(a)1- গুরুমন্ডল  2-কেন্দ্র মন্ডল 3-শিলা মন্ডল

(b)1- কেন্দ্রমন্ডল  2- গুরুমন্ডল 3-শিলা মন্ডল

(c)1-  শিলামন্ডল 2-কেন্দ্র মন্ডল 3- গুরুমন্ডল

(d)কোনোটাই নয়

(12)আমরা জানি ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে প্রতি   এক হাজার কিলোমিটার উচ্চতায় ৬.৪ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে ।কলকাতার উষ্ণতা  ১৬° সে হলে  দার্জিলিঙের তিন হাজার মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা হবে 

(a) ২.২° ডিগ্রী সেন্টিগ্রেড(b) ২.১° সেন্টিগ্রেড

(c) ২.৫° সেন্টিগ্রেড (d)কোনোটাই নয়

13. চিত্রটির  দ্বারা স্পষ্ট হচ্ছে  

(a)সিল               (b) ডাইক  

(c)লোপোলিথ    (d) ফ্যাকোলিথ

(14)  ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন্ গ্যাস দায়ী ?

a) কার্বন ডাই অক্সাইড(b)অক্সিজেন

c)ক্লোরো ফ্লুরো কার্বন(d)কোনোটাই নয়

(15)ফাঁকা স্তরটি  কোন্‌ স্তর বোঝছে

(a)ট্রপোপজ (b)মেসোপজ                                                              

(c)থার্মোস্ফিয়ার 

 (d) কোনোটাই  নয় 

                          

  Part- B

(16)  মানবীয় ভূগোলের জনক হলেন 

(a) র‍্যাটজেল (b)ভিদাল দ্য লা ব্লাস

(c)হামবোল্ট(d)কোনোটাই নয়\

(17) শিক্ষকতা যে শ্রেণীর কার্যাবলীর অন্তর্গত-

(a) প্রথম শ্রেণীর কার্যাবলী  (b)দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী

 c)তৃতীয় শ্রেণীর কার্যাবলী (d)চতুর্থ শ্রেণীর কার্যাবলী 

(24)(i)খনন কার্যে পরিবেশ দূষিত হয় না ।

(ii)খননকার্যে দ্বারা আর্থিক উন্নতি ঘটে ।

a)i ও ii উভয় সত্য

b)i সত্য ii মিথ্যা 

c)(ii) সত্য (i) মিথ্যা

(d)দুটোই মিথ্যা 

(25) সঠিক জোড়া বুঝে   সঠিক বিকল্পটি লিখ 

(a)প্রেইরি  – আফ্রিকা     (b)পম্পাস – দক্ষিণ আমেরিকা    

(c)ডাউন্স    –  উত্তর আমেরিকা (d)ভেল্ড – অস্ট্রেলিয়া 

(26) ক- স্তম্ভের সঙ্গে খ  স্তম্ভের মিল করে সঠিক বিকল্পটি লিখ  

(27) সম্ভাবনাবাদের জনক

(a)র‍্যাটজেল  ( b)লা-ব্লাশ(c)রিটার (d)সেম্প্ল

                              Part-c    

(28)ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম- 

(a)দিল্লি   ( b)লাদাখ (c)চন্ডিগড়  (d)জম্বু ও কাশ্মীর 

(29)ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ –

(a)ভারতের আয়তন খুব বড় 

(b)ভারতের চারদিকে প্রতিবেশী দেশ আছে 

(c)ভারতের তিন দিকে জল একদিকে স্থলভাগ আছে। 

(30)কর্কটক্রান্তি রেখা পর পর যে রাজ্যগুলোকে স্পর্শ করেছে :

a)গুজরাট -ছত্তিশগড় -মধ্যপ্রদেশ- রাজস্থান 

b)ছত্তিশগড়- গুজরাট -মধ্যপ্রদেশ -রাজস্থান 

c)গুজরাট- রাজস্থান- মধ্যপ্রদেশ- ছত্তিশগড়

d)গুজরাট- ছত্তিশগড়- মধ্যপ্রদেশ- রাজস্থান 

(31)নেপালের রাজধানীর নাম-

a) কাঠমান্ডু (b)থিম্পু 

(c)ঢাকা (d)নিপাইদাউ

Leave a Comment