Geography Important Question / Class 11/1st semester /WBCHSE
SARBANI DEY
(1) Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন – এরাটোসথেনিস
(2) Geography শব্দটি এসেছে – গ্রিক শব্দ থেকে
(3) মানচিত্র ভূগোলের জনক – আনাক্সি মিন্ডার
(4) রাজনৈতিক ভূগোলের জনক – র্যাটজেল
(5) ভারতীয় ভূগোলের জনক – শিবপ্রসাদ চ্যাটার্জী
(6) শাস্ত্র হিসেবে ভূগোল –গতিশীল ও সাংশ্লেষিক
(7) (i) Geographia – টলেমি (ptolemy)
(ii) Erdkunde → কাল রিটার (karl Rotter)
(iii) map of Bengal – S P chatterjee
(iv) kosmos ← হামবোল্ট (Humboldt)
(8) মানচিত্রের অঙ্কন পদ্ধতিকে Cartography বলে।
(9) যারা মানচিত্র তৈরি কারণ তাদের Cartographer বলে।
(10) পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিকতম মতবাদ- বিগ ব্যাং তত্ত্ব
(11) সৌরজগতে ৮ টি কুলিন গ্রহ ও ৫ টি বামন গ্রহ আছে
(12) আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত ।
(13) সপ্তর্ষিমণ্ডল –নক্ষত্রমণ্ডলের উদাহরণ।
(14) চাঁদের ব্যাস- 3476 কিমি।
(15) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস – 12757 কিমি
(16) পৃথিবীর মেরুব্যাস – 12714 কিঃমি
(17) পৃথিবীর গড় ব্যাস –6400 কিমি
(18) সিয়াল ও সিমার মাঝে- কনরাড বিযুক্তি আছে।
(19) সিয়াল অপেক্ষা সীমার আপেক্ষিক গুরুত্ব বেশি। (সত্য)
(20) জাপানে আগ্নেয়গিরি থাকায় ভূমিকম্প বেশি হয়। (সত্য)
(21) ভূমিকম্পের তীব্রতা মাপা যায় রিকটার স্কেলে। (সত্য)
(21) পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া ।
(22) ভূকম্পজনিত সামুদ্রিক ঢেউ – সুনামি
(23) মৃত্তিকা ভূগোলের জনক – ডকুচেভ
(24) অন্তর্জাত শক্তির উদাহরণ – ভূমিকম্প, অগ্ন্যুৎপাত
(25) বহির্জাত শক্তির উদাহরণ- নদী , হিমবাহ
(26) মৃত্তিকা ভূগোল নিয়ে যারা আলোচনা কারণ তাদেরকে pedologist বলে।
(27) আরোহনে ভূমির –উচ্চতা বাড়ে।
(28) অবরোহনে ভূমির উচ্চতা কমে।
(29) পর্যায়নে ভূমির সমতলীকরণ হয়।
(30) বায়ুমন্ডলে বেশি আছে নাইট্রোজেন গ্যাস।
(31) পাবত্য অঞ্চলে বৈপরীত্য উত্তাপ দেখা যায়।
(32) ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে
(33) প্রতি ১০০০ মিটার উচ্চতা 6.4° সেঃ উষ্ণতা কমে। একে ল্যাপস রেট বলে
(34) ব্যারেন ও নারকোন্ডাম হল ভারতের আগ্নেয়গিরি।
(35) মানবীয় ভূগোলের জনকঃ- ভিদ্যাল, দ্য লা প্লাস
(36) সম্ভাবনা বাদের জনক –ভিদ্যাল দ্য লা প্লাস
(37) নিয়ন্ত্রনবাদের জনক – কার্ল রিটার
(38) নব্যনিয়ন্ত্রণবাদের মূল কথা:- stop and Go determination
(39) ভারতের শ্বেত বিপ্লবের জনকঃ- ডঃ ভার্গিস কুরিয়েম
(40)
(i)সবুজ বিপ্লব – গম চাষ
(ii)নীল বিপ্লব ←মৎস্য চাষ
(iii)শ্বেত বিপ্লব- দুগ্ধ উৎপাদন
(iv) হলুদ বিপ্লব – তৈল বীজ উৎপাদন
(41)
(i) পম্পাস – দ: আমেরিকা
(ii)প্রেইরি – উত্তর আমেরিকা
(iii)ডাউনস –অস্ট্রেলিয়া
(iv) ভেল্ড- দঃআফ্রিকা
(v) স্টেপ – এশিয়া
(42)
(i) পোমাম কালচার – ফল উৎপাদন
(ii) ফ্লোরি কালচার – ফুল উৎপাদন
(iii) ভিটি কালচার – আঙুর উৎপাদন
(iv) ওলেরি কালচার – শাক সবজিঃ উৎপাদন
(43)
(i)রোকা – ব্রাজিল
(ii)তামরাই – থাইল্যান্ড
(iii)লাদাঙ – মালয়েশিয়া
(iv)মিলপা – মেক্সিকো
(44)
(i)লাল পোশাক – কৃষক
(ii)কালো পোশাক – কালো
(iii) নীল পোশাক – শিল্পকর্মী
(iv) সাদা পোশাক – চিকিৎসক
(v) সোনালী পোশাক – পরামর্শদাতা বিজ্ঞানী
(45) ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য – রাজস্থান
(46) ভারতের ক্ষুদ্রতম অন্তরাজ্য- গোয়া
(47) কর্কটক্রান্তিরেখা স্পর্শ করেছে – ভারতের ৮ টি রাজ্য
(48) উত্তর দক্ষিণে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা স্পর্শ করেছে
(i)উত্তরপ্রদেশ,
(ii)ছত্তিশগড়,
(iii) উড়িষ্যা,
(iv)অন্ধ্রপ্রদেশ
(49) দেশ – রাজধানী
ভূটান – থিম্পু
বাংলাদেশ – ঢাকা
মায়ানমার – নেপাইদাউ
পাকিস্তান – ইসলামাবাদ
(50) ভারতের তিনদিকে জল আছে। তাই একে উপদ্বীপ বলে।
(50) ভারত ও শ্রীলঙ্কার মাঝে পকপ্রণালী আছে।
(51) সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে নর্মদা নদী আছে।
(52) সাতপুরা ও বিন্ধ্য পর্বত হল – স্তূপ পর্বত
(53) নদী – উৎস্
গঙ্গা – গোমুখ গুহা
গোদাবরী – ত্রৈম্বকশ্বর শৃঙ্গ
কৃষ্ণা – মহাকালেশ্বর শৃঙ্গ
ব্রহ্মপুত্র – চেমায়ুং দুং
(54) গঙ্গার প্রধান উপনদী চম্বল ।
(55) দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী।
(56) ভারতে ২৮ অঙ্গরাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।
(57) সীমারেখা – দেশ।
ম্যাকমোহন লাইন – ভারত চীন
র্যাডক্লিফ ← ভারত ও পাকিস্তান
ডুরান্ড লাইন – ভারত ও আফগানিস্তান
(58) সিন্ধুর প্রধান উপনদী ৫টি।
(59) নর্মদা ও তাপ্তিতে কোনো বদ্বীপ নেই।
(60) লুনি ভারতের অন্তবাহিনী নদী।
(61)নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ – দোদাবেতা।