Geography MCQ /class12/3rd Sem

  1. ওয়েগনার 
  2. স্নাইডার 
  3. প্লাসেট 
  4. ফ্রান্সিস বেকন  
  1. Umland 
  2. Urban 
  3. Urkontinent 
  4. Universe
  1. প্যানজিয়া ও প্যানথালাসা
  2. প্যানথালাসা
  3. প্যানজিয়া  
  4. প্যানথাল
  1.  সমগ্র পৃথিবী 
  2. সমগ্র ভূখন্ড 
  3. চাঁদ 
  4. সূর্য
  1. গন্ডোয়ানাল্যান্ড 
  2. আঙ্গারাল্যান্ড 
  3. জিল্যান্ড
  4. হাইল্যান্ড 
  1. শিলা দ্বারা গঠিত ভূমি 
  2. লাভা দ্বারা গঠিত ভূমি 
  3. জীবাশ্ম দ্বারা গঠিত ভূমি 
  4. মাটি দ্বারা গঠিত ভূমি

7 অঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ অগভীর সমুদ্রের নাম- 

  1. মরুসাগর 
  2. টেথিস সাগর  
  3. আরবসাপর 
  4. কাস্পিয়ান সাগর

8) কোন বলের প্রভাবে মহাদেশগুলির উত্তরদিকে সঞ্চরণ ঘটে? 

  1. বৈষম্যমূলক অভিকর্ষ বল 
  2. প্লবতাবল 
  3. ঘর্ষনবল 
  4. জোয়ারীয় বিরল

9. আটলান্টিক মহাসাগরের দুপাশের মহাদেশগুলিকে একসাথে জোড়া লাগার ঘটনাকে বলে – 

  1.  জিল্যান্ডিয়া 
  2.  জিগ-স-ফিট  
  3. গন্ডোয়ানাল্যান্ড 
  4. আঙ্গারাল্যান্ড 

10. কোন উপযুগে  লরেশিয়া ভেঙ্গে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার উদ্ভব হয় – 

  1. কার্বনিফেরাস 
  2. ট্রিয়াসিক 
  3. জুরাসিক   
  4. ক্রিটেসাস

ঠিক ভুল নির্বাচন কর

11. i) ড্রামলিন দেখতে হাত পাখার মতো।

 ⅱ) পৃথিবীর দীর্ঘতম এসকার দেখা যায়  হিমালয়ে

 iii)হিমবাহের ক্ষয়ের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়।

 iv) সার্ক  ও  করি সমার্থক ভূমিরূপ।

বিকল্পসমূহ:  (A) ⅲ ও iv ভুল  i, ii সঠিক

               (B) i, ii  ভুল ও  iii, iv সঠিক, 

                 (C) সবকটি ঠিক    (D) সবকটি ভুল

12.       বামস্তম্ভ                     ডান স্তম্ভ 

         a)  ফার্ন                  i) পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি

         b)  নেভে                 ii)  বরফের স্তম্ভ

         c)  সিরাকস            iii) দানা আকৃতির বরফ

         d)  ভারব                  iv) আলগা তুষারমুক্ত দানাদার বরফ

বিকল্পসমূহঃ   (A) a- (ii) , b- (i) , c- (iv) , d-(iii)

                 (B) a-(iii) , b- (iv) , c-(ii) , d- (i)

                     (C) a-(iv), b-(iii) , c-(i) , d-(ii)

                      (D) a-(iii), b-(i) , c-(iv) , d-(ii)

13.আকৃতি অনুসারে কার্স্ট ভূমিরূপগুলিকে ছোট থেকে বড় সাজাও

  1. উভালা -্ডোলাইন- সিঙ্কহোল – পোলজি

  B) পোলজি – ডোলাইন – সিঙ্কহোল – উভালা

 C) সিঙ্কহোল – ডোলাইন – উভালা – পোলজি

 D) সোয়ালো হোল – ডোলাইন – পোলজি -সিঙ্কহোল

14. কাস্ট শব্দের অর্থ কি?

(A) উদ্ভিদ যুক্ত ভূমি

(B) সচ্ছিদ্রভূমি

(C) অবনত ভূমি

(D)উন্মুক্ত প্রস্তরক্ষেত্র

15. বিবৃতি (A): উপদ্বীপীয় ভারত গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত 

  কারন (R): গন্ড নামক উপজাতিদের বসবাস ক্ষেত্রে প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডোয়ানা ল্যান্ডের নামকরন করা হয়েছে।

বিকল্প সমূহ : A. (A) ভুল কিন্তু (R)সঠিক

                  B. (A) ও (R) দুটিই সঠিক

                 C. (A) ও (R) দুটিই ঠিক এবং (R), (A) এর সঠিক ব্যাখ্যা নয়।

                 D. (A) ও (R) দুটিই ঠিক এবং (R) হল (A) এর সঠিক ব্যাখ্যা

সঠিক উত্তর নির্বাচন কর

16 কোন্‌ বলের প্রভাবে আবহবিকার গ্রস্থ পদার্থ ভূমির ঢাল বরাবর নীচে নেমে আসে – 

  1. প্লাবতা বল 
  2. অভিকর্ষজ বল। 
  3. চৌম্বক আকর্ষক বল 
  4. ঘর্ষন বল।

17 কোন্‌ প্রক্রিয়ার প্রভাবে ক্ষয় প্রক্রিয়া সম্পাদিত হয় ।

  1. আরোহন প্রক্রিয়া 
  2.  অভিকর্ষজ প্রক্রিয়া 
  3.  অবরোহন 
  4.  ঘর্ষন 

18. নীচের কোন্‌টি ধীরগতি নয়?

  1. মৃত্তিকা বিসর্পন 
  2. ট্যালাস বিসর্পন
  3. শিলা বিসর্পন 
  4. শিলা প্রপাত। 

19. সুনির্দিষ্ট খাত বেয়ে জল সংম্পৃক্ত ক্ষুদ্র পদার্থের দ্রুত প্রবাহকে বলে – 

  1. কর্দম প্রবাহ  
  2. ভূমি প্রবাহ 
  3. শিলা প্রবাহ 
  4. অবষ্কর প্রবাহ 

20.খাড়াই তল থেকে শিলার হঠাৎ পতন হলে তাকে বলে? 

  1. শিলাপতন বা শিলাপ্রপাত। 
  2. অবস্কর প্রপাত
  3. টপল্‌স
  4. লাহার

21. মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পবর্তশিখরকে বলা হয় – 

  1. ফিয়োর্ড
  2. নুনাটাকস। 
  3. আইসক্যাপ
  4. ট্রিড

22. অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাদেশীয় হিমবাহকে বলা হয়- 

  1. ভ্যালিট্রেন 
  2. ফিয়র্ড 
  3. আইসক্যাপ  
  4. ক্রেভার্স

23. রাশিয়ার কামচাটকা উপদ্বীপকে বলা হয়- 

  1. ভ্যালি অফ ফ্লাওয়ার 
  2. ভ্যালি অফ ফ্রটস
  3. ভ্যালি অফ গাইজার  
  4. ডেথ ভ্যালি।

24 পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা

  1. কালসবাড (USA)
  2. সুক্রে বার্নার্ড ( ফ্রান্স)
  3. ম্যামথ (USA)।  
  4. হোলক ( সুইজারল্যান্ড)

25. অসংখ্য নীচু  সিঙ্ক হোল ও তাদের মধ্যবর্তী উঁচু অংশ নিয়ে গঠিত ভূমিকে বলা হয় – 

  1. Sink hole colony 
  2. Sink hole complex
  3. Egg Box Topography  
  4. Egg Agglomeration

শূন্যস্থান পূরন কর

26. আগ্নেয়গিরির জ্বালা মুখের কাদাপ্রবাহকে ________ বলে।

  1. স্লাম্প 
  2. শ্লিট 
  3. লাহার 
  4. সম্প্রপাত

27. ___________ কে ককপিটের দেশ বলে।

  1. যুগোশ্লোভিয়া
  2. জ্যামাইকা 
  3. জাপান 
  4. রাশিয়া

28 স্কটল্যান্ডের __________ অঞ্চলে কুব্জ দেখা যায়

  1. এডিনবার্গ
  2.  জুরা 
  3. ওরকনি 
  4. প্লাসগো

29. কার্স্ট অঞ্চলের ভূমিরূপের ক্রমবিকাশকে বলে-

  1. কাস্টায়ন 
  2.  কাস্টিওলোজি 
  3. কার্স্টেলাইট 
  4. কাস্টোলজি 

30.হিমসিড়িতে সৃষ্ট হ্রদকে বলা হয়-

  1. করিহ্রদ 
  2. প্যাটারনস্টার হ্রদ 
  3. ফিয়র্ড
  4. হিমহদ্র।

শূন্যস্থান পূরণ কর

31. মহাদেশীয় ভূ-খন্ডগুলির’ মেরু থেকে যাত্রা শুরু হয়েছিল _______থেকে।

  1.  উত্তরমেরু
  2.  দক্ষিনমেরু। 
  3. উভয়মেরু
  4.  নিরক্ষরেখা

32. Novum Organum গ্রন্থের রচয়িতা হলেন __________

  1. ওয়েগনার 
  2. উইভার 
  3. বেকন  
  4. টেলর।

33. মহীসঞ্চরণ ধারনাটিকে তত্ত্ব হিসাবে উপস্থাপন করেন

  1. টেলর 
  2. ওয়েগনার    
  3. বেকন 
  4. উইভার।

34 প্যানজিয়ার কেন্দ্রীয় অবস্থানে ছিল- _______ মহাদেশ

  1. এশিয়া 
  2. আফ্রিকা  
  3. ইউরোপ 
  4. দঃ আমেরিকা

35 গ্ৰীক শব্দ ‘Thalassa’ এর অর্থ___________

  1. সমগ্র ভুমি 
  2. সমগ্র মাটি 
  3. সমগ্ৰ সমুদ্র    
  4. সমগ্র বায়ু 

Leave a Comment