Madhyamik Geography মাধ্যমিক ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ( প্রথম অধ্যায়- দশম শ্রেণি) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সিলেবাস অনুসারে আলোচিত।
Exogenetic Process and their resultant landforms (According to West Bengal Board of Secondary Education syllabus)
১) ভূমিরূপ প্রক্রিয়া(Geomophic process) কাকে বলে?
উত্তর- ভূমিরূপ প্রক্রিয়া(Geomophic process) যে সব পদ্ধতিতে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি ভূমিরূপ সৃষ্টি করে এবং ভূমিরূপের বিবর্তন ঘটায় তাদের ভূ-গঠনকারী প্রক্রিয়া বলে। ভূ-গঠনকারী প্রক্রিয়া তিন প্রকারের হয় -মহাজাগতিক প্রক্রিয়া ,,অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া
২) বহির্জাত শক্তি (Exogenetic force)-কাকে বলে?
উত্তর-বহির্জাত শক্তি (Exogenetic force)-যে সকল প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠে এবং ভূ-পৃষ্ঠের সামান্য নিচে নিজ কার্য সম্পন্ন করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাদের বহির্জাত শক্তি বলে।
বহির্জাত শক্তি দুই প্রকারের হয়। যথা -১)স্থিতিশীল প্রাকৃতিক শক্তি (সূর্যতাপ,বৃষ্টিপাত তুষারপাত ইত্যাদি )
২) গতিশীল প্রাকৃতিক শক্তি– (নদী’,বায়ু ‘হিমবাহ সমুদ্র তরঙ্গ ভৌমজল,জোয়ার ভাটা ইত্যাদি)
৩) বহির্জাত প্রক্রিয়া (Exogenetic process) কাকে বলে?
উত্তর-বিভিন্ন প্রকার স্থিতিশীল প্রাকৃতিক শক্তি (যথা সূর্যতাপ, বৃষ্টিপাত,তুষারপাত ইত্যাদি ) এবং গতিশীল প্রাকৃতিক শক্তি (,যথা- নদী বায়ু,হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদি) যে. সব পদ্ধতিতে ভূপৃষ্ঠের উপর ক্রিয়া সাধন করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে।
বিভিন্ন প্রকার স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তি আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, আরোহন, অবরোহন পর্যায়ন ইত্যাদি বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং নানারকম ভূমিরূপ গঠন করে।
৪) আবহবিকার(weathering)-কাকে বলে?
উত্তর –আবহবিকার(weathering)-আবহাওয়ার বিভিন্ন উপাদান (বায়ুর উষ্ণতা, আদ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা ইত্যাদি), অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড, জল এবং উদ্ভিদ ও প্রাণী দ্বারা শিলা সমূহের চূর্ণ-বিচূর্ণ হওয়াকে আবহবিকার বলে । আবহবিকার দ্বারা চূর্ণ-বিচূর্ণ শিলা সমূহ বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা অপসারিত হলে তাকে ক্ষয়ীভবন (erosion) বলে।
৫) নগ্নীভবন (denudation)বা উন্মোচন বলে ।
উ ত্তর – আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে নগ্নীভবন (denudation)বা উন্মোচন বলে ।
৬) পুঞ্জক্ষয় বা পুঞ্জিতক্ষয় (masswasting)-কাকে বলে?
উত্তর – মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবহবিকার দ্বারা স্খলিত শিলা ভূমিভাগের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসলে তাকে পুঞ্জিতক্ষয় বলে। যেমন- ধস । এর দ্বারা পাহাড় বা পর্বতের উচ্চতা কমে যায় এবং স্খলিত পদার্থের মাধ্যমে নিম্নভূমি ভরাট হয়।
৭) আরোহন (aggradation)-কাকে বলে?
উত্তর –আরোহন (aggradation)- যে সব প্রক্রিয়া সঞ্চয়কার্য বা অবক্ষেপণ কার্যের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে তাদের আরোহন প্রক্রিয়া বলে।
৮)অবরোহন (degradation)-কাকে বলে?
উত্তর –অবরোহন (degradation)-যে সব প্রক্রিয়া ক্ষয়কার্যের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা হ্রাস করে তাদের অবরোহন প্রক্রিয়া বলে।
৯)পর্যায়ন (gradation) কাকে বলে?
উত্তর –পর্যায়ন (gradation) –যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূ-পৃষ্ঠের সামঞ্জস্য আসে অর্থাৎ সমতলীকরণ হওয়ার কাজ সম্পন্ন হয় তাকে পর্যায়ন বা পর্যায়িতকরণ বলে।
অন্যভাবে বলা যায়, আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফলাফলকে পর্যায়ন বলে।
পর্যায়ন বা গ্রেডেশন (gradation) শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবেরি নামক দুই ভু- বিজ্ঞানী 1876 সালে গ্রেড(grade) শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট (G.K Gilbert)
৯) বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি কি ?
বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল –
১) মূল উৎস -বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য।
২) এজেন্ট বা মাধ্যম -বিভিন্ন স্থিতিশীল
প্রাকৃতিক শক্তি (সূর্যতাপ বৃষ্টিপাত তুষারপাত) ও গতিশীল প্রাকৃতিক শক্তি (নদী’ বায়ু ‘হিমবাহ’ সমুদ্র তরঙ্গ , ভৌম জল, জোয়ার ভাটা ইত্যাদি) হল বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম।
৩) ধীরগতিসম্পন্ন -বহির্জাত প্রক্রিয়াগুলি ধীরে ধীরে নিজের কার্য সম্পন্ন করে।
৪)ভূমিরূপের পরিবর্তনকারী –বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন ঘটায়।
৫)উচ্চতার পরিবর্তন– বহির্জাত প্রক্রিয়া কখনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি করে আবার কখনো
ভূমিরূপের উচ্চতা হ্রাস করে।
১০) আরোহন ও অবরোহনের পার্থক্য লিখঃ
বিষয় | আরোহন | অবরোহন |
ধারনা | যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের কোনো অবনমিত স্থানে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে, তাকে আরোহণ প্রক্রিয়া বলে। | যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু হয়ে যায় তাকে বলে অবরোহণপ্রক্রিয়া। |
অপরনাম | এই প্রক্রিয়ার আরেক নাম স্তুপিকরণবা অবক্ষেপণ। | এই প্রক্রিয়ার আরেক নাম নগ্নীভবন। |
ফলাফল | ভূমির উচ্চতা বেড়ে যায়। | ভূমির উচ্চতা কমে যায়। |
এজেন্ট বা মাধ্যম | নদী, বায়ু, হিমবাহ,সমুদ্রতরঙ্গ ইত্যাদির সঞ্চয় কার্যের দ্বারা এই প্রক্রিয়া সংঘটিত হয়। | আবহবিকার, পুঞ্জিতক্ষয়, নদী, বায়ু, হিমবাহ,সমুদ্রতরঙ্গ ইত্যাদির ক্ষয় কার্যের দ্বারা এই প্রক্রিয়া সংঘটিত হয়। |
ভূমিরূপ গঠন | স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, পলল শঙ্কু ড্রামলিন, বালিয়াড়ি, লোয়েস সমভূমি ইত্যাদি ভূমিরূপ এই প্রক্রিয়ায় গঠিত হয় | গিরিখাত ও ক্যানিয়ন, মন্থকূপ, হিমদ্রোণী, তরঙ্গ কর্তিত মঞ্চ, অপবাহন গর্ত ইত্যাদি ভূমিরূপ এই প্রক্রিয়ায় গঠিত হয়। |
অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লিখ /
বিষয় | অন্তর্জাত প্রক্রিয়া | বহির্জাত প্রক্রিয়া |
ধারণা | অন্তর্জাত শক্তি যে সব প্রক্রিয়ায় ভূ-অভ্যন্তরে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাদের অন্তর্জাত প্রক্রিয়া বলে। | বহির্জাত শক্তি যে সব প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। |
এজেন্ট বা মাধ্যম | ভূ-অভ্যন্তরে চাপ ও তাপের কারণে ভৌত রাসায়নিক পরিবর্তনে সৃষ্ট শক্তি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে | বিভিন্ন প্রাকৃতিক শক্তি নদী,হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি এই প্রক্রিয়া অংশগ্রহণ করে |
গতি-প্রকৃতি | আকস্মিক এবং ধীর উভয় ভাবে কাজ করে | ধীরগতিতে কাজ করে |
ভূমিরূপ | মহাদেশ, মালভূমি, পর্বতচ্যূতি, ভাঁজ ইত্যাদি গঠিত হয়। ভূত্বকের আপেক্ষিক স্থানান্তর ঘটে | গিরিখাত,জলপ্রপাত, বদ্বীপ, হিমদ্রোণী, ড্রামলিন, ইনসেলবার্জ , লোয়েস সমভূমি , খিলান, । পুরোদেশীয় বাঁধ ইত্যাদি ভূমিরূপ গঠিত হয় |
উদাহরণ | আবহবিকার, আরোহন, অবরোহন | ভূমিকম্প, অগ্নুৎপাত, |
বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) প্রতিটি প্রশ্নের মান – 1
(1) অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফলকে বলা হয়—
a)নগ্নীভবন b)অবক্ষেপণ
c)ক্ষয়ীভবন d) পর্যায়ন
উত্তর –পর্যায়ন
(2) উচ্চ ভূমির উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ায় তাকে বলে –
a) অবরোহণ প্রক্রিয়া b) আরোহণ প্রক্রিয়া
c) অবঘর্ষ প্রক্রিয়া d) পর্যায়ন প্রক্রিয়া
উত্তর -অবরোহন প্রক্রিয়া
(3) বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল-
a) নদী ( b) হিমবাহ
c) বায়ুপ্রবাহ (d) সূর্য
উত্তর -সূর্য
4) বহির্জাত প্রক্রিয়া নয় এমন একটি শক্তি হল—
a)নদীপ্রবাহ(b)বায়ুপ্রবাহ
c)অগ্ন্যুদগম(d)হিমবাহের কাজ
উত্তর -অগ্ন্যুদগম
5)একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল
a)ভূমিকম্প (b)আবহবিকার
c)সমুদ্রতরঙ্গের কার্য (d)হিমবাহের কার্য
উত্তর- ভূমিকম্প
6) যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—
a)অবরোহণপ্রক্রিয়া (b)আরোহণ প্রক্রিয়া
c)পর্যায়ন প্রক্রিয়া (d) কোনোটাই নয়।
উত্তর আরোহণ প্রক্রিয়া
7) ভূপৃষ্ঠের নগ্নীভবন হল
(a)অবরোহণ প্রক্রিয়া (b)আরোহণ প্রক্রিয়া
(c)আবহবিকার (d) পর্যায়ন
উত্তর-অবরোহণ প্রক্রিয়া
৪) একটি অন্তর্জাত শক্তির উদাহরণ হল –
(a) নদী (b) বায়ুপ্রবাহ
(c) সমুদ্রতরঙ্গ (d) কোনোটাই নয়
উত্তর -কোনোটাই নয়
9) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের
পরিবর্তন ঘটায় তাকে বলে-
(a)বহির্জাত প্রক্রিয়া (b)অন্তর্জাত প্রক্রিয়া
(c)গিরিজনি আলোড়ন (d)মহীভাবক আলোড়ন
উত্তর -বহির্জাত প্রক্রিয়া
10) অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল—
(a)পর্বত (b)সমভূমি
(c)মালভূমি (d)সমুদ্রপৃষ্ঠ।
উত্তর- সমুদ্রপৃষ্ঠ
11) ভূমির ঢালের ক্রমশ পরিবর্তন ঘটে –
(a)আরোহণ প্রক্রিয়ায় (b)অবরোহণ প্রক্রিয়ায়
(c)জৈবিক প্রক্রিয়ায় (d)এই সবকয়টি প্রক্রিয়ায়
উত্তর –এই সবকয়টি প্রক্রিয়ায়
12) অবরোহণ প্রক্রিয়ার অপর নাম –
(a)ক্ষয়সাধন (b)বহন
(c)অবক্ষেপণ (d)কোনোটাই নয়।
উত্তর-ক্ষয়সাধন
13)আরোহণ প্রক্রিয়ার অপর নাম
a)ক্ষয়সাধন
b)বহন
c)অবক্ষেপণ
d) কোনোটাই নয়।
উত্তর -অবক্ষেপণ
প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল—
a)মহাদেশ
b)পর্বত
c)মালভূমি
d)সমভূমি।
উত্তর -মহাদেশ
(15) ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল-
a)সমুদ্রতরঙ্গ
b)জলপ্রবাহ
c)বায়ুপ্রবাহ
d)হিমবাহ
উত্তর –জলপ্রবাহ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর(প্রতিটি প্রশ্নের মান = 0১)
শূন্যস্থান পূরণ করো:
১) ‘পর্যায়ন’ শব্দটির প্রথম ব্যাখ্যা দেন জি. কে. গিলবার্ট
২) আরোহণ প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি
৩)অবরোহণ প্রক্রিয়া দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পায়।
অতি-সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান = ১)
১) বহির্জাত শক্তির মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী শক্তি কোনটি?
উত্তর- নদী।
২)‘পর্যায়ন’ শব্দটি কে সর্বপ্রথম ব্যাখ্যা করেন?
উত্তর-জি. কে. গিলবার্ট।
৩) কোন্ প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ইতিবাচক হয়?
উত্তর-আরোহণ।
৪) কোন্ প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমিরূপের নেতিবাচক পরিবর্তন ঘটে?
উত্তর- অবরোহণ।
৫) কোন্ প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা নদী উপত্যকা সুষম ঢালযুক্ত হয় ?
উত্তর -পর্যায়ন।
৬)কোন্ শক্তির সাহায্যে পুঞ্জিত ক্ষয় কার্যকরী হয়?
উত্তর- মাধ্যাকর্ষণ শক্তি।
৭) উল্কাপাত কী জাতীয় প্রক্রিয়া ?
উত্তর- মহাজাগতিক প্রক্রিয়া।
৮) ‘Grade’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর- জি. কে. গিলবার্ট।
৯) একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর- ভূমিকম্প
(১০) পৃথিবীর প্রাথমিক ভূমিরূপ কী কী?
উত্তর পর্বত,মালভূমি ও সমভূমি
(১১) কোন্ বহির্জাত প্রক্রিয়ায় রেগোলিথ সৃষ্টি হয়?
উত্তর- আবহবিকার।
(১২) বহির্জাত প্রক্রিয়া কী ধরনের গতিতে কার্য সম্পাদন করে?
উত্তর- ধীরগতিতে।
(১৩) অন্তর্জাত প্রক্রিয়ার কার্য প্রধানত কী ধরনের গতিসম্পন্ন?
উত্তর- দ্রুত গতিসম্পন্ন।
(১৪) বহির্জাত প্রক্রিয়া দ্বারা কোন্ কোন্ কার্য সম্পন্ন হয়?
উত্তর- ক্ষয় এবং অবক্ষেপণ।
(১৫) কোন্ বহির্জাত প্রক্রিয়া দ্বারা পর্যায়নের ফলে সমপ্রায়ভূমি গঠিত
উত্তর- নদী দ্বারা।