মাধ্যমিক MCQ 2025
ভারতের জলবায়ু (Climate of India)
(1)ভারতের জলবায়ু হলো
a)মৌসুমী প্রকৃতির c) নিরক্ষীয় প্রকৃতির
b)মরু প্রকৃতির d)কোনটাই নয়
(2)ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে
a)নিরক্ষরেখা c) কর্কটক্রান্তি রেখা
b)মকরক্রান্তি রেখা d)কোনটাই নয়
(3)ভারতের জলবায়ু যে বায়ুর দ্বারা প্রভাবিত
a)আয়ন বায়ু c) মেরু বায়ু
b)মৌসুমী বায়ু d)স্থানীয় বায়ু
(4)আম্র বৃষ্টি দেখা যায়
a)উত্তর ভারতে c)দক্ষিণ ভারতে
b)পূর্ব ভারতে d)পশ্চিম ভারতে
(5) ভারতের যে রাজ্যে প্রথম মৌসুমি বিস্ফোরণ ঘটে
a)কেরালা c) কর্ণাটক
b)তামিলনাড়ু d)অন্ধ্রপ্রদেশে
উত্তর | 1 | a | 2 | c | 3 | b | 4 | c | 5 | a |
(6)ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়
a)ডুয়ার্স অঞ্চলে c) মৌসিনরামে
b)দার্জিলিং d) কোনটাই নয়
(7) কালবৈশাখী আসামে যে নামে পরিচিত
a)আঁধি c)আম্র বৃষ্টি
b)বরদৈছিলা d)আশ্বিনের ঝড়
(8)ভারতের উত্তর-পূর্ব মৌসুমী প্রবাহিত হয়
a)গ্রীষ্মকালে c)শীতকালে
b)বসন্তকালে d) শরৎকালে
(9)দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রথমে ধাক্কা খায়
a)পূর্বঘাট পর্বতমালা c)পশ্চিমঘাট পর্বতমালা
b)বিন্ধ্য পর্বতে d)কোনটাই নয়
(10)ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত হল –
a)শৈল্যোৎক্ষেপ c)পরিচলন
b)ঘূর্ণ বৃষ্টিপাত d)কোনটাই নয়
উত্তর | 6 | c | 7 | b | 8 | c | 9 | c | 10 | a |
(11)পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল
a)শিলং c) চেরাপুঞ্জি
b)আগরতলা d) ইম্ফল
(12)আঁধি হল-
a)গরম হাওয়া c) ধূলিঝড়
b)বায়ুপুঞ্জ d)কোনটাই নয়
(13) মৌসিম কথাটি একটি
a)আরবি শব্দ c)ফারসি শব্দ
b)গ্রিক শব্দ d)ইংরেজি শব্দ
(14)প্রত্যাবর্তনকারী মৌসুমী দ্বারা বৃষ্টিপাত হয়
a)উত্তর সরকার উপকূলে c) মালাবার উপকূলে
b)করমন্ডল উপকূলে d)কোঙ্কন উপকূল
(15)ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়
a)গ্রীষ্মকালে c)শীতকালে
b)শরৎকালে d)বসন্তকালে
উত্তর | 1 1 | a | 12 | c | 13 | a | 14 | b | 15 | c |
(16)যে রাজ্যে আঁধি ঝড় দেখা যায়
a)গুজরাট c) কেরালা
b)পশ্চিমবঙ্গ d)রাজস্থান
(17)ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়
a)রাজস্থান থর মরুভূমিতে c) লাদাখে
b)ময়ূরেশ্বর d)কোনোটাই নয়
(18)ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
a)উত্তর সরকার উপকূল c)করমন্ডল উপকূল
b)মালাবার উপকূল d)কোনটাই নয়
(19)ভারতের শীতলতম অঞ্চল
a)দার্জিলিং c) লাডাকের দ্রাস
b)চেরাপুঞ্জি d) উটি
(20)ভারতীয় সর্বাধিক বন্যাপ্রবণ এলাকা
a)শতদ্রু নদী অববাহিকা c)গোদাবরী অববাহিকা
b)ব্রহ্মপুত্র নদ অববাহিকা d)কোনটাই নয়
উত্তর | 16 | d | 17 | c | 18 | c | 19 | c | 20 | b |
(21)মৌসুমী বায়ু একপ্রকার
a)বায়ু c)স্থানীয় বায়ু
b)নিয়ত বায়ু d)সাময়িক বায়ু
(22)এল নিনো দেখা যায়
a)মার্চ মাসে c) ডিসেম্বর মাসে
b)জুলাই মাসে d) অক্টোবর মাসে
(23)দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতে ভাগ হয়ে যায়
a)তিনটি শাখায় c) দুটি শাখায়
b)চারটি শাখায় d) কোনটাই নয়
24)ভারতের উষ্ণতম স্থান
a)জয়পুর. . c) জয়সলমীর
b)আজমির . d) ময়ূরেশ্বর
25) দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
a)চেন্নাই c)পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল
b)পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমঢালd)পূর্বঘাট পর্বতমালার পূর্ব ঢাল
উত্তর | 21 | d | 22 | c | 23 | c | 24 | c | 25 | c |
26)দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধাক্কা খায়
a)সাতপুরা পর্বতে c) হিমালয় পর্বতে
b) বিন্ধ্য পর্বতে d)কোনটাই নয়
27) মৌসিনরাম অবস্থিত
a)মনিপুর রাজ্যে c)অসম রাজ্যে
b)মেঘালয় রাজ্যে d)কোনটাই নয়
28) লা নিনার প্রভাবে ভারতে
a)বন্যা হয় c)খরা হয়
b)ভূমিকম্প হয় d)অগ্নুৎপাত হয়
29)এল নিনোর প্রভাবে ভারতে
a)খরা হয় c)বন্যা হয়
b)মহামারী দেখা যায় d) ঝড় হয়
30) ভারতের আবহাওয়া দপ্তরের সদর দপ্তর অবস্থিত
a)কলকাতাতে c) দিল্লিতে
b)নাগপুরে d) পুনেতে
উত্তর | 26 | c | 27 | b | 28 | a | 29 | a | 30 | c |